নড়াইলের বড়দিয়ায় উদীচী উৎসবে ককটেল হামলার প্রতিবাদে যশোরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকাল পাঁচটায় যশোর প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদীচী যশোর জেলা সংসদের সহ-সভাপতি এ্যাডঃ আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলা সংসদের সভাপতি ও সংগীত সংগঠন সমন্বয় পরিষদের জেলা সভাপতি হারুন অর রশীদ,জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি দীপংকর দাস রতন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, টি ইউ সির জেলা সাধারন সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাধারন সম্পাক সাজেদ রহমান বকুল, ছড়াকার রিমন খান, সাংবাদিক প্রণব দাস, বাউলীয়া সংঘের পরিতোষ বাউল ও উদীচীর জেলা নেতা খন্দকার রাজিবুল ইসলাম টিলন প্রমুখ।
সভায় বক্তারা উদীচীর উৎসবে ককটেল নিক্ষেপকারীদের অতিদ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তির দাবী জানান।