বরগুনা প্রতিনিধিঃ বরগুনার স্বাস্থ্য সেবায় নতুন বছরে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের মান উন্নয়নে কাজ করার লক্ষ্যে বিভিন্ন সমস্যা নিরসনে সবাই মিলে জেলা ও ইউনিয়ন পর্যায়ের সদস্যদের নিয়ে পরিকল্পনা কর্মশালার আয়োজন করা হয়।
রবিবার (১৯ মার্চ) বিকেল জেলা জাগোনারী ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্দোগে জাগোনারী পাঠশালা মিলনায়তনে আয়োজিত কর্মশালা অনুষ্টানে সভাপতিত্ব করেন, ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্ঠু। বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোগিতায় আয়োজিত কর্মশালায় জেলা ও ইউনিয়ন স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যরা অংশ গ্রহন করেন।
বিষয় ভিত্তিক উপস্হাপনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচ এর সমন্ময়কারী মো: আবু তৈয়ব।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট, সীমাবদ্ধতা, অবকাঠামো, অংশ গ্রহনমূলক স্বাস্থ্য সেবায় সমস্যা, কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য সেবার মান- উন্নয়ন নিয়ে ২০২৩ সালের পরিকল্পনা গ্রহন করা হয়।
অংশ গ্রহণকারীদের মধ্য আলোচনায় অংশ গ্রহন করেন, জাগোনারীর কমিউনিকেশন কো-অর্ডিনেটর তাজমেরী জাহান লিখন, জাগোনারীর উইমেন ডেভলপমেন্ট অফিসার আফরোজ সুলতানা আঁখি,জেলা যুব স্বাস্থ্য ফোরামের সমন্বয়ক মহিউদ্দিন অপু, মিডিয়া সেক্রেটারি অলিউল্লাহ্ ইমরান,গবেষনা সম্পাদপ ফাতেমা আক্তার কাজল, আরিফুল ইসলাম রুবেল সহ প্রমুখ।