নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছা চাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছা চাপানী মনা গাছা একালার হাচানুর রহমান পিতা আবদার রহমানের বাড়িতে শুক্রবার (১৮ মার্চ ২০২৩) রাত আনুমানিক তিনটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে স্বয়ন ঘর সহ মোট তিন টি ঘর আগুনে পুড়ে ছাই হয়।
হাচানুর রহমান জানান, আমি রাত সাড়ে একটায় ঘুমাতে যাই,আনুমানিক রাত দুইটায় পঞ্চাশ মিনিটে আমার স্ত্রী আমাকে ডেকে বলেন বাড়িতে আগুন লেগেছে,আমার গোয়াল ঘরে নয়টি ছাগল ও নয়টি গরু ছিলো তার মধ্যে নয়টি গরু আগুনে পুড়ে মারা যায় এবং নয় টি ছাগলের মধ্যে আট টি কে উদ্ধার করে এলাকাবাসী আগুনে পুড়ে আমার মোট ২২ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। হাচানুর রহমান আরো জানান আমরা সন্দেহ করছি কেউ পূর্ব শত্রুতার জেরে এই কাজ করতে পারে।
এবিষয়ে জলঢাকা ফায়ার সার্ভিস, স্টেশন অফিসার মোঃ রিফাত আল মামুন জানান আমরা গত রাত তিন টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি,আমরা অনুমান করছি হাচানুর রহমানের তিনটি ঘর, নয়টি গরু এবং একটি ছাগল সহ মোট আনুমানিক ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা ধারণা করছি রান্নাঘরের চুল্লি থেকেই আগুনের সূত্রপাত ঘটে, বৈদ্যুতিক সংযোগ থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।