আরিফুর রহমান ,ঝালকাঠি।।
ঝালকাঠির রাজাপুরে বালুবাহী ট্রলির চাপায় আব্দুল আব্দুল হাকিম মীর (৭৫) নামে এক ব্যক্তি মারা গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার গালুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম গালুয়া বাজারের মৃত কাশেম আলীর ছেলে।
স্থানীয়রা জানায়,সন্ধ্যায় সড়কে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলি তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় মেইল বিডিকে জানান, ‘ট্রলি চাপায় এ বৃদ্ধ লোকের মৃত্যুর খবর হয়েছে । খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।