যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২টি বার্মিজ চাকুসহ মোঃ সাবু ইসলাম (১৯) ও মোঃ হাদিউজ্জামান ফেরদৌস(১৯) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদ্বয় যশোর কোতোয়ালি মডেল থানাধীন জেল রোড এলাকার মাসুদ মোড়ল ও কাঞ্চন শেখের ছেলে।
আজ শুক্রবার (১৭ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় যশোর পৌর এলাকার মুসলিম একাডেমি স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাজেশ কুমার দাশ ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে যশোর কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ মুসলীম একাডেমীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামীদ্বয়কে ২টি বার্মিজ চাকুসহ গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই রাজেশ কুমার দাশ বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।