মোঃ সোলাইমান আলী (পঞ্চগড় প্রতিনিধি): জাতীয় শিশু দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) পঞ্চগড় জেলার আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা “হাসবো, খেলবো, সোনার বাংলা গড়বো” এই শ্লোগানে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১ টায় পঞ্চগড় সদর উপজেলার “দেশ প্রতিবন্ধী স্কুল” এর শিক্ষার্থীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে ভিবিডি পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবীরা শিশুদের আনন্দ দিতে ও তাদেরকে বাংলার সংস্কৃতি গুলোকে ধারণ করার লক্ষ্যে মোবাইল আসক্ত না হয়ে পরে যাতে খেলাধুলার মাধ্যমে সুস্থ সবল মানসিকতায় পরিপুষ্ট হয় সেই আহব্বান জানান। প্রতিবন্ধী শিশুরা যে আমাদের বোঝা নয় বরং তারাও আমাদের সম্পদ তাদেরও আছে স্বাভাবিক ১০ টা বাচ্চার মত মর্যাদা লাভের অধিকার এই তথ্য গুলো অভিভাবকদের মাঝে তুলে ধরেন।
প্রতিযোগীতায় দেশ প্রতিবন্ধী স্কুলের ৩০ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিরোগীতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এর পাশাপাশি ভিবিডি পঞ্চগড় জেলার পক্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে টিফিন বক্স উপহার করা হয়।
ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক, ভিবিপি পঞ্চগড়ের সভাপতি, জনাব মোঃ বাবলুর রশিদ, সহা-সভাপতি জনাব মোঃ সোলাইমান আলী, স্কুলের শিক্ষকবৃন্দ। এছাড়ও ভিবিডি পঞ্চগড় জেলার প্রায় ২৫ জন স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
দ্যা মেইল বিডি/এইচএসএস