আরিফুর রহমান, ঝালকাঠি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে ঝালকাঠিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনের উদ্যোগে ডাক্তার পট্টিস্থ সৈয়দ টাওয়ারে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সব সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।