নগরের বাকলিয়াতে মেয়েদের জন্য প্রথম খেলার মাঠ নির্মাণের জন্য খাস জমি নির্ধারণের কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এই কাজটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
তিনি আরও বলেন, দেশের প্রত্যেকটি খাতে নারীদের অবদান ঈর্ষণীয়।
এ সময় সদর প্রশিক্ষণ কেন্দ্রের ৭টি ট্রেডের মোট ৩১২ জন নারীকে চেক ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব প্রভাষ চন্দ্র রায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম শাখার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিনিয়র সহকারী কমিশনার সুনন্দা রায় উপস্থিত ছিলেন।