ময়মনসিংহের গৌরীপুরে ছিনতাইকারীর হাতে সাংবাদিক মশিউর রহমান কাউসার (৩৮) আহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) দিনগত রাত ১২ টার দিকে গৌরীপুর পৌরসভার পশ্চিম ভালুকা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
সাংবাদিক কাউসার জানান- ঘটনারদিন রাতে গৌরীপুর রেলস্টেশন এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন তিনি। এসময় পথিমধ্যে অজ্ঞাত ছিনতাইকারী হঠাৎ পিছন থেকে তাকে জাপটে ধরে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে জবরধস্তি শুরু করে। তখন ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে ছিনতাইকারী কাউসারকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ৪ ফুট গভীর ড্রেনে ফেলে দৌড়ে পালিয়ে যায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। স্থানীয় লোকজন আহত সাংবাদিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওইদিন রাতে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান- সাংবাদিক মশিউর রহমান কাউসার ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলার ঘটনায় থানায় কোন অভিযোগ করেননি। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষে ছিনতাইকারীকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
দ্যা মেইল বিডি/হলি/এসএস