গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড সালনা পশ্চিম মোল্লাপাড়া এলাকায় বাড়িতে ঢুকে মহিউর সুনাল চৌধুরী (১৮) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে ডাকাতরা।
১৩ মার্চ(সোমবার) সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মহিউর সুনাল ওই এলাকার এ কে এম জালাল উদ্দিনের ছেলে। তিনি কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। ঘরের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দিলে আমার ছেলেকে তারা শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
গাজীপুর মহানগরীর সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, ঘটনাটি ডাকাতি না শত্রুতার জেরে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের সিআইডি ও গোয়েন্দা বিভাগের একাধিক টিম কাজ করছে