সকল সাংবাদিকের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী এবং জলঢাকা উপজেলার আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নীলফামারীতে। ১২ মার্চ রবিবার দুপুরে র্যালী শেষে কেক কেটে অনুষ্টানের শুভ উদ্বোধন করেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলমগীর গনি। নীলফামারী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান, প্রেসক্লাব একাংশের সভাপতি আজিজুল ইসলাম বুলু, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন, দৈনিক বাংলার নবকণ্ঠ’র জেলা প্রতিনিধি সোহাগ ইসলাম সহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও সম্পাদকগণ প্রমুখ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment