মদন বাজারে শত কোটি টাকার জায়গা ভূমিদস্যুদের দখলে
দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মদন পৌর সভার মদন বাজারে প্রায় ১শ’ কোটি টাকা মূল্যের ১একর ৫০শতক জমি নির্বিঘ্নে ভোগদখল করছে একশ্রেণির ভূমিদস্যুরা।
সুষ্ঠু তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকায় তারা এ সম্পদ দখলে নেয়ার সুযোগ পেয়েছে।
শুধু তাই নয়, রাজনৈতিক প্রভাব আর এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ভূমিদস্যুরা অধিকাংশ জমির মালিকানার প্রকৃত রেকর্ড পর্যন্ত গায়েব করে ফেলেছে।জাল-জালিয়াতির মাধ্যমে চক্রটি জমির মালিক সেজে বসেছে।
অনুসন্ধানে জানা যায়- অধিগ্রহণ, ক্রয়, দান ও বিনিময় সূত্রে মদন উপজেলা পরিষদের ১একর ৫০শতক স্থাবর সম্পত্তি রয়েছে। ‘দ্য ইস্ট বেঙ্গল’ এবং ‘আসাম গেজেট ডিক্লারেশন’, ‘ন্যাশনাল গেজেট’, ‘দ্য ক্যালকাটা গেজেট’, ‘দ্য ঢাকা গেজেট’ ইত্যাদিতে এসব সম্পত্তির বিবরণ রয়েছে।
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় একশ্রেণির স্থানীয় প্রভাবশালীর লোলুপ দৃষ্টি পড়ে এসব মূল্যবান সম্পদে।
দীর্ঘদিন দখলে থাকায় ইতিমধ্যে অধিকাংশ ভূমি, ভূমি দস্যুদের নামে আরএস রেকর্ড হয়ে গেছে। আর এ সুযোগে তাদের কেউ কেউ জোত ও সিএস রেকর্ডের মালিকের উত্তরাধিকারীদের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া দলিল তৈরি করে এসব সম্পত্তি হজমের প্রয়াস চালাচ্ছে।
ওই বাজারে খুচরা ব্যবসা করার জন্য সরকার কয়েকটি গ্ৰোথ সেন্টারের আওতায় লক্ষাধিক টাকা ব্যয়ে গ্রোথ সেন্টার নির্মাণ করে দেয়। সরকারি জায়গা দখলের পর এখন গ্ৰোথ সেন্টারে স্থায়ীভাবে ঘর নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে এলাকার একটি প্রভাবশালী চক্র । চক্রটির অবৈধ কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বাজারে সরকারি জমিতে পাকা অর্থ পাকা শতাধিক দোকানঘর রয়েছে।
এলাকাবাসীর ভাষ্যমতে বাজারটি উদ্ধার করে পুনরায় গরুর হাট বসালে বছরে কোটি টাকা রাজস্ব আদায় হবে।
মদনবাজার ইজারাদার কামরুল ইসলাম অবৈধভাবে ৪টি দোকান তৈরি করার সততা স্বীকার করে জানান আরো অনেকেই বাজারে এভাবে ঘর তৈরি করে ব্যবসা পরিচালনা করছে তাই আমিও দোকান ঘর নির্মাণ করেছি।
মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ বলেন ৫০০শত বছরের ঐতিহ্যবাহী মদন বাজারটি মাদক ব্যবসায়ী ও কালো বাজারিদের দখলে। এক সময় কেন্দুয়া, আটপাড়া, খালিয়াজুরী উপজেলা সহ, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শত শত গরু ক্রেতা দলবেঁধে ওই বাজারে আসত। বাজারটি দখলদারদের কবল থেকে উদ্ধার করে নতুন রূপে গরুর হাট বসালে সরকারের কোটি টাকা রাজস্ব আদায় হবে। অবৈধ দখলদারদের কবল থেকে বাজারটি উদ্ধার করান জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
বীর মুক্তিযোদ্ধা হাদিস উদ্দিন দুলাল বলেন ঐতিহ্যবাহী মদনবাজার টি কিছু প্রভাবশালী ব্যক্তিরা অসাধু কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে দখল করে নিয়েছে। বিভিন্ন দপ্তরের অভিযোগ করেও এর কোন সূরা পাইনি ।
মদন বাজারের বাসিন্দা দেলোয়ার হোসেন চৌধুরী (জুরীমিয়া) বলেন নেত্রকোনা জেলার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী মদন বাজার গরুর হাট সহ বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে বিভিন্ন মানুষ।
বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন উজ্জ্বল জানান ব্রিটিশ আমল থেকে সর্ববৃহৎ গরুর বাজার ছিল মদন উপজেলার মদন বাজার। আজ প্রভাবশালীদের দখলে বিলীনের পথে বাজারটি রক্ষা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনার শাহরিন বলেন মদন বাজারের অবৈধ দখলদারদের বিরুদ্ধে কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে আশা করছি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।