হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দিয়ে অবৈধ ট্রলি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
শনিবার (১১ মার্চ) দুপুরে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রন্নাথ পাটিকাপাড়া আব্দুস ছাত্তার নুরানী মাদ্রাসার সামনে এই মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন আব্দুস ছাত্তার নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আনোয়ারুল কবির ওয়াসিমসহ স্থানীয়রা।
এ সময় মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ ট্রলি চলাচলের কারণে রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতিসহ স্কুল মাদ্রাসার শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে। শিক্ষার গুণগত মান ফিরে আনতে অবিলম্বে প্রন্নাথ পাটিকাপাড়ার ওই সড়কে বালু বহনকারী অবৈধ ট্রলি চলাচল বন্ধের দাবি করতেছি আমরা প্রশাসনের কাছে।
দ্যা মেইল বিডি/এইচএসএস