এ এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৬ মার্চ সকাল ১০.৩০ ঘটিকার সময় বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, আগত অতিথিবৃন্দদের মানপত্র ও সম্মাননা প্রধান, পুরস্কার বিতরণ ও সভাপতির বক্তব্যের মাধ্যমে বিকাল ১:৩০ ঘটিকার সময় সমাপ্তি হয়।
বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিবুল কিবরিয়া তালুকদারের সভাপতিত্বে ও সামিউল কিবরিয়া তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, সুনামগঞ্জ শিক্ষা প্রৌকোশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামছুল আরেফিন খান,ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিপুর উপজেলা চেয়্যারম্যান আবুল হোসেন,ধর্মপাশা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস,বংশীকুন্ডা দঃ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নুরনবী তালুকদার, , জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম,এলজিইডি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মোবারক হোসেন তালুকদার, শামছু মাস্টার, মঞ্জু মুন্সি সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সহ সুধী বৃন্দ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment