ফেনীর সোনাগাজীতে এ্যাসিল্যান্ডের গাড়ি দেখে পালিয়ে গেলেন বরপক্ষ। বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ১৫ বছর বয়সী এক কিশোরী। মুছলেখা দিয়ে পার পেলেন কনের পিতা-মাতা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার চরদরবেশ ইউনিয়নে। পুলিশ, এলাকাবাসী ও এ্যাসিল্যন্ড কতৃপক্ষ সূত্রে জানা গেছে, চরদরবেশ ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের মো. মঞ্জুর হোসেনের (২৬) সঙ্গে রোববার দুপুরে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। যথাসময়র বরও এসেছেন বিয়ে করতে। বিয়ের প্রস্তুতিও চলছে। এর মাঝে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী। এ্যাসিল্যান্ডের গাড়ি দেখে বর ও তার সঙ্গে থাকা বরযাত্রীরা দৌঁড়ে পালিয়ে যান। এসময় কনের পিতা-মাতার কাছ থেকে ১৮ বছরের পূর্বে মেয়েকে বিয়ে দিবেননা মর্মে মুছলেখা নেন এ্যাসিল্যান্ড। এসময় সোনাগাজী মডেল থানার এসআই সাঈদুর রহমান , চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment