শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের আতারামপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আঃ রােজ্জাক (২৮) নামক এক যুবক খুন হয়েছে। গত কাল ( ২৭ ফেব্রুআরি) দিবাগত রাত ১০টার দিকে এঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলা আতারামপুর গ্রামের আওয়াল মিয়ার পুত্র আলম মিয়ার স্ত্রী সুমাইয়ার সাথে পারিবারিক কলহের সালিশ দরবার করাকে কেন্দ্র করে একই গ্রামের খোদরত আলীর পুত্র আঃ জব্বার ও আবু তাহেরের পুত্র মোতালেব এর সাথে মধুপুর বাজারে কথার কাটাকাটি হয়। কিছুক্ষণ পরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এমত অবস্থায় আতারামপুর গ্রামের মৃত মাইজ উদ্দিনের পুত্র আঃ রেজ্জাক সংঘর্ষকারীদের ফেরাতে গিয়ে ঘাতকদের দারালো অশ্রের আঘাতে আঃ রেজ্জাক গুরুতরভাবে আহত হয়। স্থানীয় লোকজন আহত রেজ্জাককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ বলেন
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এরিপোর্ট লিখা পর্যন্ত ঘটনার বিষয়ে নান্দাইল মডেল থানায় মামলা হওয়ার প্রস্ততি চলছিল।