নীলফামারীতে বুড়িতিস্তা খনন কাজে আবারও বাঁধা দিয়ে ঠিকাদার সহ খনন কাজে নিয়োজিতদের উপর আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঠিকাদার মনোনীত প্রতিনিধি মমিনুর রহমান খান ও স্কেভেটর চালক গুরুতর সহ দশ জন আহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বুড়ি তিস্তা ব্যারাজের কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১২১৭ একর আয়তনের বুড়িতিস্তা জলাধার পুনঃখনন কাজের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
সরেজমিনে জানা যায়, ‘উদ্বোধনের পর আজ সোমবার খনন কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু খনন কাজে দেশীয় অস্ত্র নিয়ে এসে বাধা দেয় ও খনন কাজের ব্যবহুত জিনিসপত্র ভাংচুর করতে থাকে একদল সন্ত্রাসী বাহিনী। এসময় ঠিকাদার প্রতিনিধি মমিনুর রহমান খান সহ খনন কাজে নিয়োজিত শ্রমিকরা প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসী বাহিনী। এতে ঠিকাদার প্রতিনিধি মমিনুর রহমান খান ও একজন শ্রমিক গুরুতর সহ ১০জন আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (নির্বাহী প্রকৌশলী পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল হান্নান প্রধান বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান আজ খনন কাজ শুরু করে। এসময় এর আগে যারা খনন কাজে বাধা দেয় তারা আবারও খনন কাজে বাধা দিচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা চালায়। এতে দুজন গুরুতর সহ ১০জন আহত হয়েছেন।’
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার বলেন, ‘প্রথম ধাপে ৬৬৭ একর জলাধার পুনর্খনন হলে ৫ হাজার ৫০০ একর জমিতে আমন ও বোরো মৌসুমে কৃষকরা নিরবচ্ছিন্নভাবে জলাধারের পানি ব্যবহার করে সেচ দিতে পারবেন। যার ফলে প্রতিবছর বুড়িতিস্তা সেচের মাধ্যমে প্রায় ২৬ হাজার টন ফসল উৎপাদিত হবে, যার বাজার মূল্য প্রায় ৭২ কোটি টাকা।’
তিনি বলেন, ‘দেশ ও জনগণের বৃহৎ স্বার্থে এই প্রকল্প হাতে নিয়েছে সরকার। কিন্তু কতিপয় কিছু অসাধু ব্যক্তি তাদের ক্ষুদ্র স্বার্থে ব্যাঘাত ঘটার কারণে এই বুড়ি তিস্তা জলাধার পুনঃখনন কাজে বাধা দিচ্ছে। তাঁরা বার বার এই খনন কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। আজকের ঘটনায় প্রায় ১০জন আহত হয়েছেন। ঠিকাদার প্রতিনিধি সহ এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ
ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।’ ঘটনার বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন,’ প্রাথমিকভাবে জানতে পেরেছি ডিমলা উপজেলার মানুষেরা হামলা করেছে। কারা করেছে তা এখনও জানা যায়নি। আমরা ঘটনাস্থলে গিয়ে শুনি আহত দুজনকে চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নি।’
প্রসঙ্গত, গেল বছরের ১৭ ডিসেম্বর বুড়ি তিস্তা খনন কাজে জমি সার্ভে করতে গেলে তখনও সন্ত্রাসী হামলার শিকার পওর বিভাগ। ওই হামলায় ২টি মোটরসাইকেল ভাংচুর, ৬ সিলিন্ডার ৩টি মেশিন ও ৩২ গোড়া ২টি মেশিন, ১টি মোটরসাইকেল ও ১টি মাটি কাটা ভেকু আগুনে পুড়িয়ে দেয় একদল সন্ত্রাসী বাহিনী।