লামা উপজেলায় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারী ধর্ষণের ঘটনার প্রতিবাদ জনান মাতামুহুরী সরকারি কলেজের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীরা।
কলেজ ছাত্র মংএনু মার্মার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বান্দরবান সরকারী কলেজের ছাত্রী হ্লাচিং দায় মার্মা, নির্যাতিতার ভাই মংক্যহ্লা মার্মা, সরকারী মাতামুহুরী কলেজের ছাত্র মংছেসিং মার্মা।
এসময় তারা বলেন ধর্ষণকারীর কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’, লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ধর্ষকের শাস্তি চাই -এমন শ্লোগানের মধ্য দিয়ে আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মাতামুহুরী কলেজ থেকে শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে এক মানববন্ধনে মিলিত হয়।
গত শুক্রবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাটা এলাকার হ্লাথুই পাড়ার জনৈক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বিধবা নারী বাড়ির পাশে শাক তুলতে গেলে ফুটেরঝিরির বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. কায়সার জোর পূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। পরে এ ঘটনায় শনিবার বিকেলে অভিযুক্ত মো. কায়সারের বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়। এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, অভিযুক্ত কায়সারকে গ্রেফতারের চেষ্টা চলছে।