নীলফামারীর ডিমলায় বাবুরহাট জিসি(সরদার হাট)হইতে জলঢাকা ডালিয়া আর এন্ড এইচ (তালতলা) ভায়া নাউতারা বাজার চেইনেজ ৩৫৭৪ মিটার ব্রীজটি উদ্বোধন করা হয়।
বুধবার(২২ ফেব্রুয়ারী)দুপুর ১ টায় এই ব্রীজটি উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।
৩৫৭৪ মিটার ব্রীজটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৯৩ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে এটি নির্মাণ করেছে রহমান-এস হোসেন(জেভী) ঠিকাদারি প্রতিষ্ঠান।
ব্রীজ নির্মিত হওয়ায় এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে বলে আশা সংশ্লিষ্টদের।