শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদা,ভাবগাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) রাত ১২টা ০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশতাকুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন আব্দুল মান্নান,সহকারি কমিশনার(ভূমি) তামারা তাসবিহা,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়ব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তুফা,সাঃ সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেল,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, কৃষকলীগের উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে হাজারো মানুষের ঢল নামে। আওয়ামী লীগ,বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শিশু-কিশোর,বৃদ্ধ সবাই ফুল হাতে শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে আসেন ভাষা শহীদদের। কটিয়াদী প্রেসক্লাব ও কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি,কটিয়াদী সমাচার পত্রিকা, ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,স্বেচ্চাসেবকলীগ ও তাতীরীগের নেতৃবৃন্দরাও শহীদের প্রতি শ্রদ্ধা জানান।