ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর আগামী দুই বছর মেয়াদে আংশিক কমিটি গঠন করা হয়েছে।গতকাল ১৮ ফেব্রুয়ারী আহ্বায়ক কমিটির আয়োজনে জনাব, ইস্কান্দার মির্জা শামীম কে সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। সিনিয়র সহ-সভাপতি করা হয় বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর ড. মোঃ জহিরুল ইসলাম শিকদার কে। সহ-সভাপতি হিসেবে মোঃ আশরাফ হোসাইন, বেলায়েত হোসেন সাগর, আবদুর রহমান কে ঘোষণা করা হয়।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ত্রিদিব সাহা এবং নাজিম উদ্দিন কে।
এছাড়াও অর্থ সম্পাদক করা হয় অত্র বিভাগের শিক্ষক জনাব ড. মাহমুদ হাসান শাহ কে।
সাংগঠনিক সম্পাদক হিসেবে জসিম উদ্দিন, মামুনুর রশীদ, মোরশেদ সরকার, এম এ মমিন এবং আনোয়ার সজীবের নাম ঘোষণা হয়।
দপ্তর সম্পাদক হিসেবে মারুফুল ইসলাম, প্রচার সম্পাদক হিসেবে এস কে রেজা পারভেজ, উপ প্রচার সম্পাদক আদনান সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদক শাহানা আক্তার সীমা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে জনাব মাহতাব আলী রাশেদীর নাম ঘোষণা করা হয়।
শীঘ্রই ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে মিটিং এ সিদ্ধান্ত গৃহীত হয়।