জসিম উদ্দীন, নেত্রকোণা:-
চলো হাঁটি টিমের ১৫জন সদস্য নেত্রকোণা থেকে ভোর ৪.৩০ টায় যাত্রা শুরু করে ডেওটুকুন, ঝাঞ্জাইল হয়ে বিরিশিরি কালচারাল একাডেমির সামনে ৩০ কিলোমিটার হেঁটে সকাল ১১.৩০ টায় পৌঁছে।
দীর্ঘ হাঁটার পর বিরিশিরি থেকে বিজয়পুর পর্যন্ত চলে থাদের মিনি অ্যাডভেঞ্চার। ‘হেঁটে হেঁটে প্রকৃতি দেখা’ স্লোগানকে সামনে নিয়ে পাহাড়, নাদী, প্রকৃতি ও অন্যান্য দর্শনীয় স্থান দেখে প্রথম বারের মতো তাদের এই ইভেন্টটি সন্ধ্যা ৬.০০ টায় শেষ হয়। হাঁটার পাশাপাশি মানুষকে স্বাস্থ্য সচেতনতা দিষয়ে হাঁটার গুরুত্ব বুঝানো হয়। প্রতিদিন অন্তত ৩০ মি: হাটতে পরামর্শ দেয়া হয়। ক্ষুদ্র পরিসরের এই আয়োজনে প্রথমবারের মতো অনেকটা জনসচেতনতা করতে পেরে আনন্দিত চলো হাঁটি পরিবার।
এসময় উপস্থিত ছিলেন চলো হাঁটি টিমের সদস্য রায়হান সামাদ, জহিরুল ইসলাম,মুক্তা আক্তার, মিজানুর রহমান, অনাবিলা সরকার আরো অনেকেই