বরগুনার পাথরঘাটা উপজেলায় বাইনচটকি এলাকায় অটোরিক্সার ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে অটোরিক্সার ও ইটবাহী টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে অটোরিক্সার চালক হাসান (১৮) নিহত হয়েছেন ও অটো রিকশায় থাকা ২ যাত্রী আহত হয়েছেন। নিহত হাসান কালমেঘা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শহিদুলের ছেলে।
আহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, কাকচিড়া প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান,’ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে’