তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সুন্দরগঞ্জ উপজেলার ছিলামনি বাজারে বন্ধন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠানে প্রধান শিক্ষক এস এম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটল ম্যাগ আন্দোলনের খ্যাতিমান কবি সরোজ দেব । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রভাষক ইব্রাহিম আলী সরকার ,সঞ্জয় বর্মণ ,বদরুল আমিন ,সাবানা বেগম ,আজাদুল ইসলাম রানা ,পবিত্র কুমার বর্মণ । এসময় অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন কবি জালাল রহমান জীবন ও কবি আসাদ আল আমিন ।