ধর্মপাশায় ভাইয়ের হাতে ভাই খুন।
এ,এম স্বপন জাহান
সুনামগঞ্জ(মধ্যনগর) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় ছোট ভাই মোজাম্মেল হোসেনের (৩৫) দায়ের কোপে সহোদর বড় ভাই মো. কবির মিয়া (৬৭) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মো. কবির মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে মোজাম্মেল মিয়া বেশ কিছু দিন ধরে
মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন।
সহোদর বড় ভাই মো. কবির মিয়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পিছনের ডুবায় বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন ছোট ভাই মোজাম্মেল মিয়ার হাতে থাকা দা দিয়ে বড় ভাই কবির মিয়ার মাথার পেছন দিকে কোপ মারে। কোপের আঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছোট ভাই মোজাম্মেল মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে । তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।