এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল রানা ও এএসআই সাদ্দাম এর নেতৃত্বে একটি টীম ৬ ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যায় দিনাজপুর পৌর শহরের ২ নং ওয়ার্ডস্থ ঘাসিপাড়া এলাকার জনৈক রফিকুলের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে মাদকদ্রব্য ১২০০ (এক হাজার দুইশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত কারবারি মোঃ রফিকুল ইসলাম (৪৬) ঐ এলাকার মকবুল হোসেনের পুত্র।
সুত্র আরো জানায়, আটককৃত কারবারি রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে খুব কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকার যুব সমাজের মাঝে বিক্রি করে আসছিল।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক বিধিমোতাবেক আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম।