এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি;
দিনাজপুরের হিলিতে (হাকিমপুর) পুলিশের অভিযানে নেশা জাতীয় বিপুল পরিমাণ এ্যাম্পল সহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। হাকিমপুর থানা সুত্র জানায়, মঙ্গলবার (৩১ জানুয়ারী) রাত পনে ৯ টায় হাকিমপুর (হিলি) পৌরসভাস্থ চারমাথা এলাকায় থানা পুলিশের একটি সুদক্ষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫২০ পিস নেশা জাতীয় এ্যাম্পল উদ্ধার করা হয়।
আটককৃত কারবারি দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলার বড় জালালপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মোজাম্মেল হক (২৫)।
আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিধিমোতাবেক কোর্টে প্রেরন করা হবে বলে নিশ্চিত করেছেন হাকিমপুর থানা সুত্র।