চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় যা চলে দুপুর দেড়টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে ২৪ তম কার্যনির্বাহী পরিষদের কমিটির নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন সহকারী প্রক্টর জিয়াউল ইসলাম।
মোট ৭টি পদের বিপরীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি-সাধারন সম্পাদক সহ জয়লাভ করে ৪ জন। সভাপতি পদে জয়লাভ করেছে ডিবিসি ও দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব এ রহমান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমাম ইমু।
এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুমান হাফিজ এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আজহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের ৭ পদের বিপরীতে এবার নির্বাচনে অংশ নিয়েছে ১১ জন প্রার্থী।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মহানগর নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইফতেখারুল ইসলাম সৈকত ও বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নবাব আব্দুর রহিম অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে যুগান্তর এর প্রতিনিধি মো. রোকনুজ্জামান । কার্যনির্বাহী সদস্য পদে ভোরের ডাক প্রতিনিধি তামিম আহমেদ শরীফ।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এস এ এম জিয়াউল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বায়েজিদ ইমন।