জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীর সোনাগাজী মুহুরী প্রজেক্ট রেগুলেটর ব্রিজের পাশ ঘেষে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া নিরাপত্তা বেষ্টনি (কাঁটাতারের বেড়া) ভেঙ্গে বাঁধের উপর দিয়ে অবৈধভাবে ভারী বাল্কহেড পারাপারের চেষ্টা কালে অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
গতকাল মঙ্গলবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমানের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় উপ-সহকারি প্রকৌশলী জামাল উদ্দিন সহ পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে অংশ নেন।
সরেজমিন অনুসন্ধানে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রেগুলেটরের পূর্বপাশে ব্রিজের একেবারে পাশেই রেল লাইনের বিট দিয়ে রাস্তা তৈরী করে ঝুঁকিপূর্ণ ভাবে ভারী বাল্কহেড পারাপারের চেষ্টা করছে কিছু লোক, এই ঘটনায় কতিপয় প্রভাবশালী মহল জড়িত থাকলেও মুখ খুলতে রাজি হননি কাজে নিয়োজিত শ্রমিক ও স্থানীয় লোকজন।
পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-সহকারি প্রকৌশলী আরিফুর রহমান জানান, বাঁধের উপর দিয়ে অবৈধভাবে বাল্কহেড পারাপারের সংবাদ পেয়ে অভিযানে যাই, কিন্তু আমরা ঘটনাস্থলে পৌঁচার আাগেই তারা পালিয়ে যায়, পরবর্তিতে পারাপারের কাজে ব্যবহারিত একটি ভারী জেনারেটর ও বাল্কহেডের কিছু নাট-স্ক্রু জব্দ করা হয়।
এই ঘটনায় উপসহকারি প্রকৌশলী জামাল উদ্দিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।