চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চর মানিকা গ্রামের ময়না বাজার সংলগ্ন একটি সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে আনুমানিক ৭০ বছরের এই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। দক্ষিণ আইচা থানার উপ পরিদর্শক নেছার উদ্দিন জানান, উদ্ধারের কয়েক ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অজ্ঞাত পরিচয়ের এই মৃতদেহের পড়নে ব্লু সুয়েটার এবং লুঙ্গী ছিল।দেহের কোথাও আঘাতের চিহ্ন নেই।
দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন জানান,লাশের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানাযাবে। পরবর্তীতে আইনী ব্যবস্থা নেয়া হবে।