জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীর সোনাগাজীর সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম’র উদ্যোগে সোনাগাজী উপজেলার তিন শত মসজিদের ইমাম ও মোয়াজ্জনগণ কে শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে শীতবস্ত্র বিতরণ কাজের উদ্ধোধন করেন সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন। উদ্বোধনের পর দিন ব্যাপি সকল ইউপি চেয়ারম্যান গনের মাধ্যমে স্ব-স্ব ইউনিয়নের ইমাম মোয়াজ্জমগণ কে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌরসভার প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসাঈন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র শেখ কলিম উল্লাহ রয়েল, কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন, শীত উপহার বিতরণ কমিটির আহ্বায়ক ও সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন, পৃষ্ঠপোষক আবদুল কুদ্দুস বিক্রম, সহ-সভাপতি আবদুল্লাহ ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সংগঠনের জেলা সমন্বয়ক ইমাম উদ্দিন শাওন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাজী ছমদ আলী ব্যাপারী জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন।
উল্লেখ্য, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম বৃহস্পতিবার সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও ফেনীর সকল উপজেলায় প্রায় ৬ হাজার ইমাম মোয়াজ্জিন কে শীত উপহার বিতরণ করবেন জানিয়েছেন সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী।