মাহমুদুর রহমান রনি, বরগুনাঃ বরগুনার তালতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৩ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার ২১ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলার মুক্তিযোদ্ধা সড়কের সাংবাদিক ইউনিয়নের অফিস কক্ষে বার্ষিক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভাপতি মোঃ ইউসুফ আলী (দৈনিক নয়া দিগন্ত) ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (দৈনিক মানবকন্ঠ) নির্বাচিত হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- তালুকদার মোহাম্মদ কামাল- সহ সভাপতি ( দৈনিক ইনকিলাব), নাজমুল হাসান- যুগ্ন সম্পাদক (দৈনিক এই আমার দেশ) মোঃ বাকিবিল্লাহ-দপ্তর সম্পাদক ( দৈনিক বিজয়ের বাণী), জাকির হোসেন- অর্থ সম্পাদক (দৈনিক জাগ্রত বাংলাদেশ), মোজাম্মেল হক- প্রচার সম্পাদক, এ্যাডভোকেট এম ইসহাক বাচ্চু- নির্বাহী সম্পাদক।