জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীর সোনাগাজীতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে ২টি পিকাপ মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম অনীক চৌধুরী।
জানাযায়, সোনাগাজীর ওলামাবাজার সওদাগর হাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ব্রিকফিন্ডের জন্য অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনীক চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।