সোহাগ ইসলাম, নীলফামারী: ২০ জানুয়ারি (শুক্রবার) ২০২৩ সকাল বেলা নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারের পাশে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে থানা পুলিশ। অজ্ঞাতনামা ব্যক্তির বয়স আনুমানিক ২৫-২৬ বছর।
পুলিশ লাশের সুরতহাল করে লাশ সনাক্ত করতে না পেরে ফেসবুকসহ বিভিন্ন মিডিয়াতে প্রচার করে। প্রচারের ফলে কোন কাজ না হলে, পরবর্তীতে পিবিআই রংপুরকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক পিবিআই রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন(পিপিএম) এর দিক-নির্দেশনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন রংপুরের ফিঙ্গারপ্রিন্ট টিমকে উন্নত প্রযুক্তি ফিঙ্গারপ্রিন্ট (Fivs) মেশিনসহ নীলফামারী জেলায় প্রেরণ করা হয়।
ফিঙ্গারপ্রিন্ট (Fivs) ব্যবহার করে পিবিআই রংপুরের চৌকস টিম অজ্ঞাত লাশের হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে লাশ শনাক্ত করতে সমর্থ হয়। পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তি ঠাকুরগাঁও সদরের আরাজি টাংগীপুকুর এলাকার বাসিন্দা তার নাম মোঃ ছামছুল রানা। তার পরিবারকে সংবাদ দিলে তার পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় ছামছুল রানা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানাযায়।