আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সামাজিক সংগঠন “মোহাম্মদপুর তরুণ সমাজ”র উদ্যোগে ১ম বারের মতো আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) উপজেলার বৈরাগ মোহাম্মদপুর মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ এইচ এম ওসমান গণি রাসেল, দৈনিক একুশে সংবাদ পত্রিকার সহযোগী সম্পাদক এম এ সবুর, স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন, নাজিম, সাকিল, রুবেল, তারেক, সোহেল ফয়েজি, শাকিল, হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আক্তারুজ্জামান স্মৃতি সংসদকে ২-০ গোলে হারিয়ে উত্তর বন্দর সেভেন স্টার ক্লাব বিজয়ী হয়।