গাইবান্ধা প্রতিনিধি: দৈনিক ভোরের দর্পনের ২৩ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে প্রেসক্লাব চত্বরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভোরের দর্পনের জেলা প্রতিনিধি রাহুল ইসলাম রুবেলের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান,সহ- সভাপতি নুরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ , যুগ্ন সাধারণ সম্পাদক রানা সরকার, কোষাধ্যক্ষ তপন চন্দ্র দাস , নির্বাহী সদস্য তালিমুল হাসান সিয়াম, জে এস সেলিম , মাইদুল ইসলাম,রিফাতুন্নবী রিফাত , আশিকুজ্জামান আশিক প্রমুখ ।
বক্তারা বলেন, উত্তরবঙ্গের কিংবদন্তি মোজাম্মেল হক লালুর সম্পাদনায় ভোরের দর্পন আজ জনগনের কথা বলছে উন্নয়ন ও অগ্রগতির এক বলিষ্ঠ কন্ঠসর। বাহুল্য বর্জিত, ধারালো ও বুদ্ধিবৃত্ত লিখনি দিয়ে ভোরের দর্পন এগিয়ে যাচ্ছে জনগনের কল্যানে। ডিজিটালের এই যুগে দৈনিক পত্রিকার চাহিদা এখনো অপরিহার্য আছে। সংবাদপত্র ও সাংবাদিক তৈরির ক্ষেত্রে মোজাম্মেল হকের প্রশংসা করে বক্তাগণ আরও বলেন, দৈনিক করতোয়ার পাশাপাশি ভোরের দর্পন দুটি পত্রিকাই এখন অসহায়, দরিদ্র মানুষের কথা বলছে। যে কোন সমস্যার প্রকৃত তথ্য প্রকাশিত করে জনগনের দুঃখ দুর্দশার পাশে পত্রিকার মাধ্যমে থাকছেন মোজাম্মেল হক লালু।