চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রিয়াজ (২৭) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) চরফ্যাশন পৌরসভা’র সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের বাসার সামনে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিক্সা চালক রিয়াজ উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ নাজিমুদ্দিন গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আজগর হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চরফ্যাশন সদর থেকে দক্ষিণ দিকে যাওয়ার সময় চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে চরফ্যাশন পৌরসভা’র সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের বাসার সামনে মূল সড়কে একটি ট্রাক ব্রেক করে। এসময় অটোরিক্সাটি ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে রিয়াজ নামের অটোরিক্সা চালক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।