মোঃ লাতিফুর রহমান লিমন পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের একটি ইটভাটা থেকে বুধবার (১৮ জানুয়ারি) সকালে পুলিশ রানা(২৩) নামে একট্রলিড্রাইভারের মরদেহ উদ্ধার করেছে। মৃত রানা বিষ্ণুপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।
রাণীশংকৈল থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ১৭ জানুয়ারি রাত ৯ টার দিকে রানা বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী বাজারে যায়। সেখান থেকে সে রাতে বাড়িতে ফিরে আসেনি। পরদিন বুধবার সকালে স্থানীয় লোকজন অদূরবর্তী ইটভাটার মাটির ঢিবিতে
রানার মৃতদেহ পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম,এ এসপি( সার্কেল) কামরুল হাসান পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকতারা জানান, মৃতদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এএসপি(সার্কেল) মুঠোফোনে জানান, আরো তদন্ত ও পোস্ট মর্টেম
রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ
আজই(বুধবার) জেলা মর্গে পাঠানো হচ্ছে মর্মেও তিনি জানান। এদিকে স্থানীয় বাসিন্দা উপজেলা আ’লীগ সম্পাদক তাজউদ্দিন এটিকে হত্যা বলে মত ব্যক্ত করেন।