মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে বসতঘরে ডাকাতির খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৮ জানুয়ারি) রাত্র ২ টার দিকে উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেনিপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান হাং এর বাড়ীতে এ ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে জানা গেছে, একই এলাকার শাকিল ও রিমন সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে ডাব চুরি করে নেয়। এলাকায় জানাজানি হলে শালিস দরবার বসায় স্থানীয়রা। এরই জের ধরে বসতঘর ভাংচুর ও ডাকাতির ঘটনা ঘটে বলে দাবী স্থানীয়দের।
সিদ্দিকুর রহমানের স্ত্রী নাজমা বেগম (৪০) বলেন, শালিকসহ ৬-৭ জন লোক ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমাদের জাপটে ধরে (আটকিয়ে) সুকস ভেঙে ১ লাখ ৮০ হাজার টাকা ও জমির কাগজপত্র নিয়ে চলে যায়। সিদ্দিকুর রহমান বলেন, আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে তবে শাকিল ও রিমনকে আমরা চিনতে পারি। তাদের অর্ধেক মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিলো।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, রাতে আমার ফোনে কল দিয়েছে। আমি ফোন না ধরায় আমার বাড়ীতে লোক গিয়ে বিষয়টি অবগত করলে আমি রাতেই ঘটনাস্থলে আশি এবং বিস্তারিত জানি। এ ছেলে গুলো পূর্ব থেকেই বেপরোয়া ছিল।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লেখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।