রুহুল আমিন (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তা মোড় এলাকায় ১৬ জানুয়ারি (সোমবার) সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বিএনপির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। তবে কর্মসূচিতে পুলিশি বাধার মুখে পড়েছে বলে অভিযোগ শ্রীপুর উপজেলার বিএনপির নেতাদের।
শ্রীপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুল আলম মাস্টার বলেন-বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজার থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড়ের দিকে এগুলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। এ সময় পুলিশ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। নির্দিষ্ট স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আক্তারুল আলম মাস্টারের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আতাউর রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মশিউর রহমান টিটু,সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী।
এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন-বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা প্রধান করেনি। তাঁরা মিছিল নিয়ে রাস্তায় উঠতে চাইলে বাধা প্রধান করা হয়েছে। রাস্তাঘাট বন্ধ করে কোনো রাজনৈতিক দলের কোনো ধরনের কর্মসূচি করা ঠিক নয়। জনগণের চলাচলের ভোগান্তি যাতে না হয় সে দিকে সজাগ থেকে কাজ করছে পুলিশ।