সোহাগ ইসলাম নীলফামারী: নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের দুহুলী পাড়া গ্রামের বাসিন্দা লিমন ইসলাম (২২) গরীব দুঃখীদের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে।
১৬ জানুয়ারী টুপামারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুড়ে এলাকার নিম্ন আয়ের শীত বস্ত্র কেনার সমর্থ্য নেই এমন ব্যক্তিদের মাঝে ১০০ কম্বল বিতরণ করেন। নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে এলাকার মানুষের কাছে এই উষ্ণ ভালোবাসা ছড়িয়ে দেন তিনি।
লিমন ইসলাম (২২) সাবেক সদস্য নীলফামারী জেলা ছাত্রদল এবং সাবেক ছাত্রনেতা ৫ নং টুপামারী ইউনিয়ন ছাত্রদল, ছাত্র জীবন থেকে তিনি গরীব দুঃখীদের পাশে রয়েছেন বলে জানাযায়, তিনি বলেন আমার এলাকায় কেউ শীতে কষ্ট পাবে আমি তা মেনে নিতে পারি না তাই নিজ উদ্যোগে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।