জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে বিভাগের ৫৭ জন শিক্ষার্থীরা স্থান পেয়েছে।
রোববার অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাফায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক জি.এম ওলিয়ার রহমান মুরাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
উক্ত কমিটিতে সহ-সভাপতি ১১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৫ জন, সংগঠনিক সম্পাদক ৩ জন ও ১জন করে কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সহ দপ্তর সম্পাদক,প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক,
ক্রীড়া সম্পাদক,সংস্কৃতি সম্পাদক,ছাত্রী বিষয়ক সম্পাদক, সহ ছাত্র বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, আপ্যায়ন সম্পাদক, সম্মানিত সদস্য রয়েছেন।
এর আগে গত বছর ২১ শে অক্টোবর বিভাগের একাডেমিক কমিটিতে স্যারেদের সম্মতি ক্রমে মোঃ সাফায়েত উল্লাহকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটি সমন্বয় করে বিভাগের চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করেন।