তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। গতকাল (১৪ জানুয়ারি) রাতে ঐ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশে জানতে পারে পাঁচ বছরের এক পলাতক সাজাপ্রাপ্ত আসামি শেরপুর বাজার এলাকাধীন ঐতিহ্যবাহী ‘মাছের মেলা’য় অবস্থান করছে। এতে তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই মো. মোশাহিদ কামাল এর নেতৃত্বে একদল পুলিশ মেলায় অভিযান পরিচালনা করে।
অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মৌলভীবাজার সদর উপজেলার দাউদপুর গ্রামের মৃত. আনোয়ার আলীর ছেলে সুমন মিয়াকে (২০) গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, গ্রেফতার হওয়া আসামি সুমন মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানার ২০০৯ সালের দ্রুত বিচার আইন- ২০০২ এর ৪(১) ধারার একটি মামলায় ০৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের এসআই মো. মোশাহিদ কামাল জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।