মাহমুদুর রহমান রনি (বরগুনা) : বরগুনার মৃদু শীতল বাতাসে পাকা সোনালি ধান দোল খাচ্ছে মাঠে মাঠে। পাকা ধানের গন্ধে কৃষকদের মনে এখন বেশ প্রফুল্লতা। ধান কাটতে হাতে কাঁচি নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অন্যদিকে মাঠ থেকে নতুন ধান বাড়িতে তোলার জন্য আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন কৃষানিরা।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বরগুনা জেলায় ১ লাখ ৫ হাজার হেক্টর কৃষি জমির মধ্যে এ বছর ৯৯ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এবছর আমন চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ লক্ষ ৭৬ হাজার ৭০০ টন।এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন পেয়ে কৃষক এবার বেশ খুশি।
পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কৃষক লতিব জানান’ এবছর সিত্রাং বন্যার পরেও
আমাদের এলাকার সবার জমিতে ফলন ভালো হয়েছে, ধান কাটাও শুরু হয়েছে। প্রতি বছরের মত এবার ধান কাটার শ্রমিক কম, তাই জমির ধান উঠাতেও দেরি হচ্ছে। তবে মেশিন দিয়েও চলছে ধান কাটা।
বরগুনা সদরে কৃষক আমিন বলেন, আমনের এক বিঘা জমি চাষ করতে সকল খরচ মিলিয়ে ৭হাজার থেকে ৮ হাজার টাকা। এবছর আমনের ফলন ভালো হওয়ায় প্রতি বিঘায় ৮ থেকে ৯ হাজার টাকা লাভ হবে।’
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম বলেন, “কয়েক দিন ধরেই আমন ধান কাটা-মাড়াই চলছে। এ পর্যন্ত ৭০ শতাংশ ধান কাটা হয়েছে। এ অঞ্চলের কৃষকরা ধান কেটে মুগডাল ও আলু চাষাবাদ করেন এ জন্য দ্রুত ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। ভালো ফলন হওয়ায় কৃষকেরা এবার অনেক খুশি। ধানের দামও ভালো আছে।”