জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত সচেতনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী সদর উপজেলার ধর্মপুর আবাসন প্রকল্প এলাকায় ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের আয়োজনে ও সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিলা মিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, ফেনী সদর উপজেলার চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, ধর্মপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মাদক ব্যবসা যে বা যারাই করবে তাদের প্রতিহত করতে হবে। স্থানীয়রা চাইলে কেউ মাদক ব্যবসা করতে পারবে না। প্রয়োজনে প্রশাসনের সহায়তা নিবেন। প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটির জন্য কাজ করবে।
একইভাবে বাল্য বিবাহের বিষয়ে জেলা প্রশাসক বলেন, এটির বিষয়ে আমরা জিরো টলারেন্সে থাকব। আমরা চাইব না আমাদের সন্তানরা অল্প বয়সেই মৃত্যুর দিকে যাক।
শেষে উপস্থিত তিন শতাধিক মানুষকে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান ফেনী জেলা প্রশাসক।