মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়বের নেতৃত্বে ও আন্তরিক প্রচেষ্টায় ৪র্থ সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিনামূল্যে এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। সেবার মান উন্নয়নে এর আগে আগস্ট মাসে হাসপাতালে এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন সম্পন্ন করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সিজারিয়ান অপারেশন করেন ডাঃ জেরিন তাসনিম, ডাঃ ফারিয়া রহমান, ডাঃ মোহাম্মদ ঈশা খান, ডাঃ বৃষ্টি। সহযোগিতায় ছিলেন সিনিয়র স্টাফ নার্স শাহনাজ বেগম, লিপি রানী দেবনাথ, লাইলা আক্তার, রাজিব দেবনাথ । কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামের সালমান ও নুসরাত দম্পতির নবজাতক পুত্র সন্তান ও মা উভয় সুস্থ আছেন।
উল্লেখ্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যা উন্নিত করায় পুরাতন অবকাঠামো ভেঙে নতুন অবকাঠামো নির্মাণের ফলে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়ব মহোদয়ের দক্ষ ব্যবস্থাপনায় মাত্র একটি বিল্ডিংয়ে সিজারিয়ান সেকশন,নরমাল ডেলিভারি সহ সকল স্বাস্থ্য সেবা কার্যক্রম চলমান আছে।
একজন সচেতন মহলের আঃ ছাত্তার বলেন,হাসপাতালে এই কার্যক্রম চালু হওয়া মানে এই উপজেলার মানুষের জন্য আরেকটি মাইল ফলক। আজকাল তো সিজারিয়ান ছাড়া চিকিৎসকরা কিছুই বোঝে না। অন্তত কিছু গরীব ও অসহায় মানুষ চিকিৎসক নামে কসাইদের হাত থেকে রক্ষা পাবে। তারা খুব সহজেই সরকারি হাসপাতালে এসে বিনামূল্যের এই সেবাটি গ্রহণ করতে পারবেন। তবে এই কার্যক্রমটি যেন হাসপাতালে নিয়মিত চালু রাখা হয় সেই বিষয়ে আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়ব সেবার মানোন্নয়নে ও উপজেলাবাসীকে বিন্যামূলে স্বাস্থ্য বিভাগের সেবা দিতে দীর্ঘদিন পর হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার যে কোনো প্রসূতি এখন হাসপাতালে এসে বিনামূল্যে উন্নতমানের এই সেবা নিতে পারবেন। এরপর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। প্রসূতি মা ও শিশু দুইজনই ভালো আছে বলেও জানান তিনি।