লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন তিস্তা ব্যাটলিয়ন-২ (৬১ বিজিবি)।
বুধবার দুপুরে উপজেলার ক্যাম্প পাড়া ঈদগাহ মাঠে উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে শীত বস্ত্র হিসেবে প্রায় শতাধিক কম্বল দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, তিস্তা ব্যাটলিয়ন-২ এর (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম মাহবুবুল আলম খান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান, হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মুসা মিয়া, গেন্দুকুরি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শরিফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক রেজাউল করিম মানিক, গেন্দুকুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষি কেশ বর্মন, ইউপি সদস্য, আব্দুল হামিদ, খলিলুর রহমান প্রমূখ।