স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর ডিবির জালে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার চাঞ্চল্যকর টিটোর হত্যার আসামি জাহাঙ্গীর হোসেন অরফে আল আমিন (৪০) ও এনামুল ইসলাম (২৫) কে ১টি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড কার্তুজ, ২টা খালি ম্যাগজিনসহ কোতয়ালী মডেল থানাধীন সুতিঘাটা কামালপুর হতে গতকাল বিকাল পোনে পাঁচটায় আটক হয়।
আটককৃত জাহাঙ্গীর ঝিনাইদহ জেলার পিরোজপুর জেলার নাজির পুর থানার রঘুনাথপুর গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে ও এনামুল ঝিনাইদহ জেলার হরিণা কুন্ড থানার বেড়বিন্নি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার চাঞ্চল্যকর টিটোর হত্যার পর দায়েরকৃত মামলার ঘটনায় জড়িত আসামি যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন ১১নং রামনগর ইউনিয়নস্থ সুতিঘাটা এলাকায় অবস্থান করছে মর্মে মামলার তদন্ত কর্মকর্তা যশোর জেলার পুলিশ সুপারকে অবহিত করলে পুলিশ সুপারের নির্দেশনানুযায়ী যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রূপন কুমার সরকারের নির্দেশনা অনুযায়ী এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম গতকাল সোমবার (৯ জানুয়ারি) বিকাল আনুমানিক সোয়া পাঁচটায় কোতয়ালী মডেল থানাধীন সুতিঘাটা কামালপুর অভিযান পরিচালনা করে আসামি জাহাঙ্গীর ও এনামুলকে ১টি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড কার্তুজ, ২টা খালি ম্যাগজিনসহ গ্রেফতার করেন।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যা মামলার বিষয়ে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র সন্ত্রাসী কার্যক্রমের জন্যে নিজেদের হেফাজতে রেখেছে মর্মে স্বীকার করে।
অস্ত্র উদ্ধার সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য আসামি জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, মাদকসহ ০৬টা মামলা রয়েছে।