সুখের ঠিকানা
স্বীকৃতি বিশ্বাস:
হাজারও কষ্টের মাঝে,
অধরা ঐ সুখের খোঁজে
ছুটছে মানুষ হন্যে হয়ে
দেশ-বিদেশে তেপান্তরে।
গাড়িবাড়ি টাকাকড়ি
মদ-গাঁজাসব নেশার বড়ি,
নারী নিয়ে কাড়াকাড়ি
ধর্ম নিয়ে বাড়াবাড়ি।
চলছে সবে মোহের জালে
দীর্ঘদিন বাঁচবে বলে
সংসার সাজায় অষ্টজালে
বউছেলেমেয়ে আপন বলে।
বেলা শেষে যাবার কালে
দেখে ভেবে আপন মনে
খোদার নামটা বেজায় ভুলে
সুখের আশায় সব হারালেন।