দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত জনকে জরিমানা এবং একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ পৌরশহরের প্রধান সড়ক ও ফুটপাতগুলো অবৈধভাবে যানবাহন চালক ও সবজি ব্যবসায়ীদের দখলে ছিল। এতে রাস্তা সংকুচিত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। জনভোগান্তি চরমে পৌঁছালে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

আজ (শনিবার) বিকেলে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী শহরের প্রধান প্রধান সড়কে অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা যানবাহন এবং ফুটপাত দখল করে ব্যবসা করা সবজি বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয়। অভিযানের পরপরই শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। সড়ক দখলের দায়ে ৭ জন ব্যক্তিকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও সরকারি নির্দেশ অমান্য করে বারবার সড়ক দখল করায় পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের মো. সোহেল মিয়াকে (৪৫) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, “সোহেল মিয়াকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি আইন অমান্য করে রাস্তা দখল করে যাচ্ছিলেন। তাই জনস্বার্থে এবার তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।”

তিনি আরও হুশিয়ারি দেন যে, সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version